শনিবার, ১৪ মে, ২০১৬, ০৩:২৩:১৫

‘আপনাদের জন্য দরজা খোলা’

‘আপনাদের জন্য দরজা খোলা’

ঢাকা : দল থেকে যারা চলে গেছেন তাদের জন্য দরজা খোলা।  আপনারা ফিরে আসুন, সাদরে গ্রহণ করব।

দল থেকে চলে যাওয়া নেতাদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

১৪ মে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত দলের অষ্টম জাতীয় কাউন্সিলে এ আহ্বান জানান তিনি।

এরশাদ বলেন, জীবনের শেষ প্রান্তে এসে দলকে ঐক্যবদ্ধ দেখতে চাই।  আপনারা ক্ষোভ অভিমান ভুলে আবার দলে ফিরে আসুন।  আপনাদের জন্য দরজা খোলা।  

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, এত ঘাত-প্রতিঘাতের পরও সমাবেশে এত লোকের সমাগম প্রমাণ করেছে জাতীয় পার্টি ছিল, আছে এবং থাকবে।  পার্টিকে আপনারা ঐক্যবদ্ধ করতে পারলে আমাদের বিজয় কেউ ঠোকাতে পারবে না।

নির্বাচন পদ্ধতির সংস্কার দাবি করে এরশাদ বলেন, প্রতিহিংসার রাজনীতি এখনো চলছে।  এটা বন্ধ করতে হবে।  এর জন্য নির্বাচন পদ্ধতিতে সংস্কার  প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচন পদ্ধতিতে সংস্কার হলে প্রতিহিংসার রাজনীতি থাকবে না, দেশে শান্তি ফিরে আসবে।  আমরা যারা রাজনীতি করি শান্তি ফিরে পাব।

এরশাদ বলেন, দেশে পরিবর্তন আসবেই।  আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে।  বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে হবে।  বন্ধ করতে হবে দলীয়করণ।  নিশ্চিহ্ন করতে হবে জঙ্গিবাদ।  

তিনি বলেন, এ জন্য এক হতে হবে জাতীয় পার্টিকে। ক্ষমতায় যেতে নিজেদের ঐক্য দরকার।
১৪ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে