ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে নিতে চাচ্ছে সরকার। তবে আমরা যদি পরিস্থিতি তৈরি করতে না পারি তাহলে বেগম জিয়াকে তারা জেলে নেবেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপি নেতাকর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, বিদেশি বন্ধুদের বাদ দিয়ে নিজেদের নিয়ে ব্যস্ত থাকুন।
গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির নেতারা বেশি ব্যস্ত থাকেন বিদেশি বন্ধুদের নিয়ে। বিষয়টি বিএনপির জাতীয় কাউন্সিলেও আমি লক্ষ্য করেছি। দেখে মনে হয়েছে, বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন।
১৪ মে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক যৌথসভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, আমি বিএনপির নেতাদের বলতে চাই, বিদেশি বন্ধু নয়, নিজেদের নিয়ে ব্যস্ত থাকুন। আমাদের দেশে কি হবে আর না হবে সেটা আমরা ঠিক করবো। এ বিষয় নিয়ে বিদেশিরা নাক গলানোর কে?
তিনি বলেন, আওয়ামী লীগের মত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না বিএনপি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গোপন বৈঠক কিছু হতেই পারে। এটা অন্যায় নয়। কারণ এটা সত্যের একটি অংশ।
গয়েশ্বর রায় বলেন, আন্দোলন করার আগেই যদি লাভ-ক্ষতির হিসাব করা হয় তাহলে আন্দোলন জোরদার হবে না। মনে রাখতে হবে, অতীতের সরকার বিরোধী আন্দোলন এবং বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন এক নয়।
তিনি বলেন, এবার বিএনপি কিন্তি একা নয়, বিএনপি চেয়ারপারসনকে জেলে নিতে চাইলে সঙ্গে আপনাদেরও কারাগারে নিয়ে যাবে।
নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে যৌথসভায়্ উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
১৪ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম