শনিবার, ১৪ মে, ২০১৬, ০৩:৪৩:৪৮

সরকারি ফাইলে আর জমবে না ধুলো!

সরকারি ফাইলে আর জমবে না ধুলো!

নিউজ ডেস্ক : ১৯ হাজার অফিসে ই-ফাইলিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। ফলে সরকারি ফাইলে আর জমবে না ধুলো। রুপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সচিবালয় থেকে উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস নথিপত্র সংরক্ষণে ইলেক্ট্রনিক ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম শেষ হবে ২০১৮ সালের মধ্যে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি ই-ফাইলিং সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। এতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প ২০২১ বাস্তবায়নে দাপ্তরিক নথি ব্যবস্থাপনায় ও রেকর্ড সংরক্ষণে ই-ফাইল একটি কার্যকর টুল হিসেবে বিবেচিত হতে পারে। সচিবালয় নির্দেশমালা-২০১৪-এর ১৫ (১) (ক), ১৫(১)(গ) এবং ১৬ (৬) ই-ফাইল বাস্তবায়নে নির্দেশনা দেয়া হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপের কথাও বলা হয়েছে। ই-ফাইলিং ব্যবস্থা কার্যকর করতে সংশ্লিষ্ট বিভাগ ও কার্যালয়ে প্রয়োজনীয় সরঞ্জাম, ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে ওই নির্দেশনায়।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে