শনিবার, ১৪ মে, ২০১৬, ০৫:১৫:২১

কাল ১০ জেলায় পরিবহন ধর্মঘট

কাল ১০ জেলায় পরিবহন ধর্মঘট

যশোর : আগামীকাল রোববার ভোর ছয়টা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট পালনের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি।

পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলা প্রত্যাহার ও একটি মামলার সুষ্ঠু বিচারের দাবিতে এ কর্মসূচি দিয়েছে সংগঠনটি।

আজ শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্য সচিব আব্দুর রহিম বক্স দুদু।

সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের ঘিওর থানায় দায়ের হওয়া মামলা প্রভাবশালীদের প্রভাবমুক্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচারকাজ সম্পন্নের দাবি করেন তিনি।

এ ঘটনায় ক্যাথরিন মাসুদের দায়ের করা ১২ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক, অসংগতিপূর্ণ ও অবৈধ উল্লেখ করে মামলা দুটি প্রত্যাহারের দাবি করেন তিনি।  

গ্রিনলাইন পরিবহনের বিরুদ্ধে সিলেটে দায়ের হওয়া দুটি মামলাও প্রত্যাহারের দাবি জানান এ নেতা।

আব্দুর রহিম বক্স দুদু বলেন, এসব দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ভোর ছয়টা থেকে গোটা খুলনা বিভাগে বাস, ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যানসহ সব ধরনের ভাড়ায়চালিত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু, সীমান্ত পরিবহন মালিক সমিতির সভাপতি ইকরামুল হক চৌধুরী ইকু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।

এর আগে যশোরের চাঁচড়ায় শ্রমিক ভবন ও চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত পৃথক দুটি কর্মসূচি থেকেও ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল।
৪ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে