ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দেশে ফেরার পথ রুদ্ধ করতেই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে সরকার বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।
খোকা দেশে ফিরলেই তাকে কারাবন্দি করে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
১৪ মে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সূত্রাপুর, কোতয়ালি, বংশাল, ওয়ারী ও গেন্ডারিয়া থানা জাসাস আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সেলিমা রহমান বলেন, দেশ সঙ্কটময় সময় পার করছে। দেশে এখন আইন, বিচার ও মানবাধিকার বলতে কিছুই নেই। সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। খুন-গুম-সন্ত্রাস চরম আকার ধারণ করেছে। সরকারের মানবতা বলতে কিছু নেই।
তিনি অভিযোগ করে বলেন, যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখাই ক্ষমতাসীন আওয়ামী লীগের মূল কাজ। সেজন্য বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে সরাতে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। কারণ তিনি যে সার্বভৌমত্বের পতাকা ধরে আছেন।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, সাদেক হোসেন খোকা দেশে ফিরতে ব্যাকুল হয়ে আছেন। কিন্তু তার দেশে ফেরার পথ রুদ্ধ করতেই একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে সরকার। বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়।
কারাগারে মৃত্যুবরণ করা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর প্রসঙ্গ টেনে সেলিমা রহমান বলেন, দেশে আসলেই সাদেক হোসেন খোকাকে কারাগারে প্রেরণ করা হবে। কিন্তু কারাগারে তার কোনো চিকিৎসার ব্যবস্থা করবে না সরকার। যেমনটা করেনি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ক্ষেত্রে। সে কারণে পিন্টুকে বিনা চিকিৎসায় কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে।
এসময় তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নেয়ার আহ্বান জানান।
জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাসের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার প্রমুখ।
আলোচনা শেষে তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ক্বারী রফিকুল ইসলাম।
এতে অংশ নেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য আব্দুল মান্নানসহ জাসাস দক্ষিণের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আছেন।
১৪মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম