রবিবার, ১৫ মে, ২০১৬, ১১:২৭:০৩

খালেদার বিরুদ্ধে ফের মামলা সেই এ বি সিদ্দিকীর

খালেদার বিরুদ্ধে ফের মামলা সেই এ বি সিদ্দিকীর

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে ৩০ কোটি ডলার লেনদেনের বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি নালিশি মামলা করা হয়েছে।

রবিবার সকালে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে এ মামলা করা হয়।

গত ১ মে শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে  জনসভায় বক্তব্য দেওয়ার সময় জয়ের অ্যাকাউন্টে ৩০০ মিলিয়ন ডলার রয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া।

এ ঘটনায় জয়ের মানহানি হয়েছে অভিযোগ করে মামলাটি দায়ের করা হয়। সকাল ১১টা নাগাদ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কে এই এ বি সিদ্দিকী
এ বি সিদ্দিকীর গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এখন তিনি দুই ছেলে, এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে থাকেন ঢাকার একটি ভাড়া বাসায়। ২০০২ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদ গঠন করেন তিনি। তার এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির মোট সদস্য ১০১ জন। বনানীতে এর কেন্দ্রীয় কার্যালয়৷ তবে বঙ্গবন্ধু এভিনিউর মহানগর আওয়ামী লীগ অফিস, একই এলাকায় খদ্দর মার্কেটে এবং মতিঝিলের একটি অফিসেও তিনি বসেন।

গত বছর এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, জননেত্রী পরিষদ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃত।

এ বি সিদ্দিকের লেখাপড়ার গণ্ডি এসএসসি পার হয়নি। কিছুদিন তিনি সৈনিকের চাকরি করেছেন। এরপর নব্বইয়ের দশকে দৈনিক বাংলা এবং দৈনিক খবরে স্টাফ হিসেবে কাজ করেছেন বলে জানান তিনি।

বর্তমানে তিনি জননেত্রী পরিষদের সভাপতি ছাড়াও দৈনিক ভোরের আলো, সাপ্তাহিক অবদান, চিত্রজগত্-এর সম্পাদক। এছাড়া দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক বলেও নিজেকে দাবি করেন তিনি। তিনি জানান, এখন তাকে মামলার কাজে সপ্তাহের সাতদিনই আদালতে থাকতে হয়।
১৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে