ঢাকা : বিআইডব্লিউটিএ’র সেপটিক ট্যাংকে পড়ে ৩ বছরের শিশু আসমা আক্তার পাখির মৃত্যুর ঘটনায় কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে বিবাদীর নিস্ক্রিয়তাকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
চাঁদপুর সদর উপজেলার হানার চর ইউনিয়নের হরিণাঘাট এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে মারা যায় ৩ বছরের শিশু আসমা আক্তার পাখি।
এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি মঈনুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
রিট আবেদনের পক্ষে অদালতে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্টি জেনারেল মোতাহার হোসেন সাজু।
গত ২৩ ফেব্রুয়ারি শিশু আসমা আক্তার পাখি হরিণাঘাট এলাকার একটি মাঠে খেলতে গিয়ে বিআইডব্লিউটিএ’র বাথরুমের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন অকারে প্রকাশিত হয়। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন বিষয়টি নজরে এনে হাইকোর্টে ১৩ মে রিট অবেদন করে। রিটের প্রাথমিক শুনানি করে আজ এ আদেশ দেন অদালত।
এ ব্যাপারে রিটকারী আইনজীবী বলেন, এ ঘটনায় প্রথমে বিবাদীকে একটি লিগ্যাল নোটিস প্রেরণ করি। কিন্তু যথাযথ জবাব না দেয়ায় পরে উচ্চ অাদালতে রিট আবেদন করি। শুনানি শেষে আজ এ আদেশ দেন অাদালত।
আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিঅইডব্লিউটিএ’র সারাদেশে কতগুলো ঢাকনাবিহীন সেপটিক ট্যাংক, পাইপ, কূপ, নলকূপ আছে তার একটি তালিকা জমা দিতে বলেছেন অদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট সচিব, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান, ডেপুটি ডিরেক্টর, চাঁপুরের পুলিশ সুপার (এসপি), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম