ঢাকা : ভারতে ইসরাইলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’র এজেন্টের সাথে বাংলাদেশ সরকার উৎখাত পরিকল্পনার বৈঠকের অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
আসলাম চৌধুরীর একান্ত সচিব মঞ্জুরুল ইসলামের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
আজ দুপুরে আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ। তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।
উল্লেখ্য, সরকার উৎখাত করতে বিএনপি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আঁতাত করছে- সম্প্রতি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়।
প্রমাণ হিসেবে কিছু ছবিও প্রকাশ করা হয়। যে ব্যক্তির সঙ্গে আসলামকে দেখা গেছে তিনি ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদি।
সাক্ষাতের কথা স্বীকারও করেছেন আসলাম। তবে সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে তার সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
এর আগে চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার জানিয়েছিলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার করা হবে।
১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম