ঢাকা : বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বাবুল সরদার (৪৫) ও আবু কাওসার ভূঁইয়াকে (৪৬) কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা।
আহত অবস্থায় তাদের প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বাবুল সরদারের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
বাবুল সর্দার ধানমণ্ডি থানা শ্রমিক দলের সহ-সভাপতি ও মহানগরের সাংগঠনিক সম্পাদক এবং আবু কাউসার ভূইয়া ধানমণ্ডি থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও মহানগরের দপ্তর সম্পাদক।
১৫ মে রোববার বিকেল সোয়া ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত দিকে ভিআইপি টাউয়ারের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার বাদ আসর বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সুস্থতা কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে এ ঘটনা ঘটে। মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
৪৯নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ব্যারিস্টার নাসির ওয়াসিমের হুকুমে মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সোহেল খান ও নিউমার্কেট থানার ছাত্রদল নেতা রাশেদসহ ৮-১০ জন তাদের ওপর হামলা চালায়। এসময় কাউসার মাথায় ও বাম হাতে এবং বাবুল মাথায় ও ঘাড়ে আঘাত পান।
তবে কী কারণে এ ধরনের ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি উত্তরের শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও দক্ষিণের সভাপতি আমির খসরু।
এ ঘটনায় পল্টন থানা পুলিশ জানায়, শ্রমিক দলের দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছি।
১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম