রবিবার, ১৫ মে, ২০১৬, ১০:৪১:০৭

বিএনপি নেতাকর্মীদের হাতে বিএনপি নেতা নিহত

বিএনপি নেতাকর্মীদের হাতে বিএনপি নেতা নিহত

ঢাকা : বিএনপি নেতাকর্মীদের হাতে মারা গেলেন বিএনপি নেতা।  রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালযের সামনে শ্রমিক দলের দু'পক্ষের সংঘর্ষে আহত দুজনের একজন মারা গেছেন বলে জানা গেছে।  তার নাম বাবুল সর্দার (৪৫)।

রোববার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর সিটি হাসপাতালে মারা যান তিনি।  সংগঠন সূত্রে এ কথা জানা গেছে।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত দিকে ভিআইপি টাওয়ারের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।  

এতে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের দু'গ্রুপের সংঘর্ষে বাবুল সর্দার ও আবু কাউসার ভূঁইয়া (৪৬) নামে শ্রমিক দলের দুই নেতা আহত হন।

গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।  পরে তাদের সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত বাবুল সর্দার ধানমণ্ডি থানা শ্রমিক দলের সহ-সভাপতি ও মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।  

আহত আবু কাউসার ভূঁইয়া ধানমণ্ডি থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক দলের দফতর সম্পাদক।

জানা গেছে, রোববার বাদ আসর বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ মাহফিল শেষে এ ঘটনা ঘটে।

মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

৪৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম জানান, ব্যারিস্টার নাসির ওয়াসিমের হুকুমে মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সোহেল খান ও নিউমার্কেট থানার ছাত্রদল নেতা রাশেদসহ ৮-১০ জন তাদের ওপর হামলা চালায়।  এ সময় কাউসার মাথায় ও বাম হাতে এবং বাবুল মাথায় ও ঘাড়ে আঘাত পান।
১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে