নিউজ ডেস্ক : দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে আজ সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এদিকে বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের অনুমতি চাইলেও শেষ পর্যন্ত মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে এ কর্মসূচির অনুমতি দিয়ে রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন জানান, শেষ পর্যন্ত নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পেলে ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
গত শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। প্রথম দিন রোববার ঢাকা ব্যতীত দেশের সকল মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।
এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও বেগম সেলিমা রহমান প্রমুখ।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম