নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। রবিবার মধ্যরাতে এয়ারপোর্ট রোডের খিলক্ষেত লা মেরিডিয়ার হোটেলের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সাইফুল ইসলাম ডিউটি শেষে বাসায় ফেরার পথে চলন্ত মোটরসাইকেলসহ খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে স্লিপ কেটে পড়ে যান। এ সময় পেছন থেকে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন তিনি।
তাকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বাড়ি পাবনার বেড়া উপজেলায় বলেও জানান সিরাজুল ইসলাম।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম