নিউজ ডেস্ক : ঢাকায় ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ এস ওয়াই রামাদান দাবি করেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক প্রসঙ্গে ফিলিস্তিনি গোয়েন্দা সংস্থাগুলো জানত। তাঁরা কী নিয়ে আলোচনা ও সমঝোতা করার চেষ্টা করছেন সে বিষয়েও গোয়েন্দারা অবগত। বৈঠকগুলো নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে যেসব তথ্য এসেছে, তার বাইরেও কিছু তথ্য আছে।
রবিবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে এসব তথ্য জানান ফিলিস্তিনি দূত। বাংলাদেশ চাইলে ফিলিস্তিনি গোয়েন্দারা সেগুলো জানাতে প্রস্তুত বলেও জানান তিনি।
ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, ‘বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বলে বিশ্বাস করি। তাই ইসরায়েলের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের রাজনৈতিক স্বার্থ হাসিল করা ও ইসরায়েলকে সুবিধা দেওয়ার আশ্বাসে ফিলিস্তিনের জনগণ বিস্মিত। শুধু সরকার নয়, বিএনপিরও উচিত আসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো হলো ইসরায়েলে যাওয়ার ওপর বাংলাদেশিদের নিষেধাজ্ঞা সম্পর্কিত যে বাক্যটি বাংলাদেশি পাসপোর্টে থাকে তা বাদ দেওয়া, বাংলাদেশে ইসরায়েলের কাজ করার সুযোগ দেওয়া এবং বিএনপি ক্ষমতায় এলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া।
সূত্র জানায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বৈঠকের খবর বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিলিস্তিন দূতাবাসে যান। তিনি দূতাবাসকে আশ্বস্ত করার চেষ্টা করেন যে আসলাম চৌধুরী ওই বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেননি। বিএনপির মহাসচিবের দাবি, ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। কিন্তু তাঁর ওই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি ফিলিস্তিন। কারণ বাংলাদেশের কোনো দল বা ব্যক্তি ইসরায়েলকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে পারে, তা তাদের ভাবনারও অতীত। -কালের কন্ঠ
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম