নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে।
সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এ তথ্যগুলো আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
তিনি বলেন, মামলাটি প্রক্রিয়াধীন থাকায় এ প্রসঙ্গে এখনই কিছু বলা যাবে না। আদালতে তথ্যগুলো উপস্থাপন করার পর মামলা রেকর্ড করা হলে তারপর সব জানানো হবে।
আব্দুল বাতেন বলেন, ডিবির কাছে তার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রমাণগুলো আদালতে উপাস্থাপন করে মামলার অনুমতি চাওয়া হবে। সরকারের অনুমতি পেলেই তার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করা হবে।
তিনি বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে যে সব অভিযোগ পাওয়া গেছে তা বিশ্লেষণ করে দেখছি যে তিনি কী কী ষড়যন্ত্রের সাথে যুক্ত। আজ তাকে ৫৪ ধারায় আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে আটক করা হয়। এ সময় আরও দুজনকে আটক করা হয়।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম