সোমবার, ১৬ মে, ২০১৬, ০২:৫৫:০৭

ছাত্রী পটানো সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

 ছাত্রী পটানো সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

ঢাকা : ছাত্রী পটানো ও অনৈতিককাজে বাধ্য করানো  আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) সেই শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার আসামি ফেরদৌস আইনজীবীর ম্যাধমে আদালতে জামিনের আবেদন করেন।  শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে ৪ মে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।  

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।  এরপর ৭ মে ফেরদৌস আদালতের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।

গত ৩ মে ছাত্রীদের অনৈতিককাজে বাধ্য করার অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল সায়েম কলাবাগান থানায় মামলা করেন।  এরপর গভীর রাতে কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, ফেরদৌস আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের (ইইই) শিক্ষক ছিলেন।  

এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ ও মামলা করায় তাকে ওই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।  রিমান্ডে তিনি অভিযোগের আংশিক স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে