সোমবার, ১৬ মে, ২০১৬, ০৭:০৭:৫৪

যেখানে হত্যা সেখানেই জানাজা

যেখানে হত্যা সেখানেই জানাজা

ঢাকা : যেখানে হত্যা সেখানেই নামাজে জানাজা হলো শ্রমিক দল নেতা বাবুল সরদারের।  সেই নয়াপল্টনেই জানাজা হয়েছে তার।

সোমবার দুপুরের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাবুলের নামাজে জানাজায় দলের জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন।  তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রোববার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের কাছেই ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দলের বিবাদমান দুপক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা যান বাবুল।

তিনি ঢাকা মহানগর (দক্ষিণ) শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও ধানমণ্ডি থানা কমিটির সভাপতি ছিলেন।  তার বাড়ি বরিশালের গৌরনদীর তিনঘোলাকাঠি গ্রামে।

বাবুলের জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।

জানাজার পর অ্যাম্বুলেন্সে করে তার লাশ নিয়ে যাওয়া হয় বরিশালে।  তাকে তিনঘোলাকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রোববার বিকেলে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে শ্রমিক দলের আয়োজনে সাদেক হোসেন খোকার রোগমুক্তির কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  এরপরই সংঘর্ষ বাধে শ্রমিক দলের দুই পক্ষের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমণ্ডি থানা কমিটি গঠন নিয়ে বিরোধে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  তখন ছাত্রদলের একটি অংশ বাবুলদের ওপর হামলা চালায়।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে