সোমবার, ১৬ মে, ২০১৬, ১১:১০:৪২

ঘরে বসেই পাবেন বারডেমের ডায়াবেটিস চিকিৎসা, কীভাবে জেনে নিন?

 ঘরে বসেই পাবেন বারডেমের ডায়াবেটিস চিকিৎসা, কীভাবে জেনে নিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) উদ্যোগে বারডেমে চালু হলো ইব্রাহিম হেলথ লাইন কল সেন্টার।

হেলথ লাইনে নিবন্ধিত ডায়াবেটিস রোগীদের আর  যখন-তখন চিকিৎসকের কাছে দৌড়ঝাঁপ করার ঝামেলা পোহাতে হবে না।  জরুরি চিকিৎসার +জন্য কল সেন্টারের নির্ধারিত নম্বরে সপ্তাহের যেকোনো দিন ও যেকোনো সময় ফোন করে চিকিৎসকের পরামর্শ নেয়া যাবে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অন্যান্য ব্যবস্থা নেয়ার পাশাপাশি ডায়াবেটিস রোগীদের নিয়মিত ফলো-আপে থাকতে হয়।  ইনস্যুলিন দেয়া, ওষুধ সেবন ও স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যায় তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শেরও প্রয়োজন হয়।

হাসপাতালে আসা-যাওয়ার ঝামেলা যাতে না পোহাতে হয়, বাসা থেকেই চিকিৎসকের পরামর্শ নেয়া যায় সেজন্য এ কল সেন্টারটি চালু হচ্ছে।  

অদূর ভবিষ্যতে ডায়াবেটিস রোগী ছাড়াও অন্যান্য রোগীদেরও এ কল সেন্টার থেকে চিকিৎসা পরামর্শ দেয়া হবে।

এনএইচএন-এ স্থাপিত এ কল সেন্টারের নির্ধারিত নাম্বারে রোগীরা যেকোনো সময়ে (দিনরাত ২৪ ঘণ্টা/৭ দিন) ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।

পুরনো ডায়াবেটিস রোগীদের নিবন্ধন ফি এক বছরের জন্য ৩০০ টাকা হলেও নতুন ডায়াবেটিস রোগীদের উৎসাহিত করতে নিবন্ধন ফি রাখা হয়েছে ১২৫ টাকা।  মোবাইল ফোনে কল সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে আর কোনো অর্থের প্রয়োজন হবে না।

তবে কল সেন্টারে অবস্থানরত ডাক্তার প্রয়োজন মনে করলে রোগীকে নিকটস্থ ডায়াবেটিস সেন্টার, অধিভুক্ত সমিতি বা সাব-অধিভুক্ত সমিতি কিংবা এক্রিডিটেড ফিজিশিয়ানদের কাছে পাঠাতে পারেন। সেখানে বিশেষ সাশ্রয়ী ফি-তে রোগী স্বাস্থ্যসেবা নেয়া যাবে।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে