নিউজ ডেস্ক : ভিন্নমতের মানুষদের হত্যার বিষয়ে সরকার চুপ করে আছে বলে যারা দাবি করছেন, তারা স্পষ্টত মিথ্যা বলছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
জয় লেখেন, ‘আমাদের পুলিশ জুলহাজ মান্নান এবং মাহবুব রাব্বি তনয়ের হত্যায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। আমরা বাকি হত্যাকারীদেরও ধরতে অভিযান চালাচ্ছি। আমরা এছাড়াও গত সপ্তাহে বৌদ্ধ ভিক্ষু হত্যায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছি। এদের দু'জন সন্দেহভাজন মায়ানমারের নাগরিক।’
প্রধানমন্ত্রী পুত্র বলেন, ‘আমাদের আওয়ামী লীগ সরকার গত তিন বছরে সংগঠিত ৩৭ টি হত্যাকাণ্ডের মাঝে কমপক্ষে ৩৪ টিতে যারা জড়িত তাদের গ্রেফতার করেছে। এদের মাঝে এখন পর্যন্ত কিছু লোকের আদালতে সাজা হয়েছে এবং বাকিদের বিচার চলছে।’
জয় আরো বলেন, ‘যারা দাবি করে আমাদের সরকার কিছুই করে না তারা স্পষ্ট মিথ্যা বলছেন।’
১৭ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস