নিউজ ডেস্ক : যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাট্যব্যক্তিত্ব জয়ন্ত বিশ্বাস আত্মহত্যা করেছেন। সোমবার সকালে তার বাসায় নির্মাণশ্রমিকরা কাজে গিয়ে বিষয়টি প্রথমে জানতে পারেন।
জয়ন্তর ভগ্নিপতি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুখেন মজুমদার জানান, তিনি নানা কারণে হতাশায় ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি চিরকুটে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নন’ লিখে গেছেন।
এদিকে নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক প্রামাণিক বিষপানে আত্মহত্যা করেছেন। ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিদ্যালয়ের বারান্দা থেকে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানান, এর আগে ২০১৪ সালে এনামুল আরেকবার আত্মহত্যার চেষ্টা করেন। এনামুল হক সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রার্থী হননি। ওই নির্বাচনের এখনও গেজেট প্রকাশ না হওয়ায় তিনি বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৭ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস