মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ১২:১৮:১৩

আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের জলকামান

আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের জলকামান

নিউজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সামনে বাস চাপায় অনশনরত এক শিক্ষকের মৃত্যর গুজবকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছে শিক্ষকরা। এসময় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিতে জলকামান ছুড়েছে পুলিশ।

জানা গেছে, অনশনরত শিক্ষককে একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-জ-১১-২৭৮৬) মঙ্গলবার (১৭ মে) সকালের দিকে চাপা দেয়। এতে শিক্ষক আফতাব উদ্দিন গুরুতর আহত হয়। আহত শিক্ষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদরঘাট থেকে যাত্রীবাহী বাস গাবতলী যাচ্ছিলো। গাড়িটি প্রেসক্লাবের সামনে আসলে আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরতদের একজনকে ধাক্কা দেয়। এতে ওই শিক্ষক হাত, পাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন।

এসময় আন্দোলনরতদের মাঝে দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তারা সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিতে বলে। কিন্তু শিক্ষকরা রাস্তা না ছাড়লে জলকামান ছোঁড়ে পুলিশ।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি আন্দোলনকারীদেরকে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়ে চলে যান। তবে আন্দোলনকারী শিক্ষকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং ঘটনাস্থলে শিক্ষামন্ত্রী না আসা পর্যন্ত তারা স্থান ত্যাগ করবে না বলে ঘোষণা দিয়েছেন।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে