নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে শিক্ষককে কান ধরে উঠবস করানোর ঘটনাকে ন্যাক্কারজনক ঘটনা আখ্যায়িত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংসদ সদস্য সেলিম ওসমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান করেছেন।
সোমবার (১৬ মে) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি ওই আহ্বান জানান।
এ সময় হানিফ আরও বলেন, ‘আমি খুবই মর্মাহত। একজন শিক্ষক, প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে চরমভাবে অপমানিত করা হয়েছে। সবচেয়ে লজ্জাজনক এই যে, ওই এলাকার সাংসদ নিজে এটি করেছেন। কোন বিবেকে তিনি প্রধান শিক্ষককে কান ধরে ওঠবস করালেন তা আমার বোধগম্য নয়’।
তিনি আরও বলেন, ‘একজন সাংসদ হিসেবে আমি আজ লজ্জিত। আমি আশা করি, ওই সাংসদ লাঞ্ছিত শিক্ষক ও জাতির কাছে ক্ষমা চাইবে। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়। আর জাতীয় পার্টির চেয়ারম্যানসহ সবাইকে বলবো- আপনারা আপনাদের সাংসদকে জাতির কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেন। জাতি এটি দেখতে চায়।’
উল্লেখ্য, নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম অবমাননার ভুয়া অভিযোগ তোলে চরমভাবে লাঞ্চিত করেন জাতিয় পার্টির সাংসদ সেলিম ওসমান। শিক্ষককে কান ধরে উঠ বস করানোর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠেছে।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন