নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় এবার মুখ খুললেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি এমপি সেলিম ওসমানের নির্দেশে কান ধরে উঠবসের ঘটনাকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টায় রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশেষ জজদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি ওই মন্তব্য করেন।
এসময় আইনমন্ত্রী ওই ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে বলেন, ‘শিক্ষককে কান ধরে উঠবস করার ঘটনাটি পেনাল কোড (দণ্ডবিধি) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।’
গত ১৩ মে বিকেলে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গণপিটুনি দিয়ে সবার সামনে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেন এমপি সেলিম ওসমান।
এদিকে ওই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনাটির পিছনে ষড়যন্ত্র আছে বলে তথ্য পেয়েছে। অনেকেই বলছেন গুজব ছড়িয়ে দিয়ে ওই ঘটনাটি ঘটানো হয়েছে।
অপরদিকে ওই শিক্ষক বলছেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। এর আগেও কয়েকবার বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে সবশেষ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মিথ্যা অভিযোগ তাকে অপদস্ত করা হয়।
ঘটনার তিনদিন পর বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নুরুল আমিনকে প্রধান করে ৩ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন