মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ০৪:১৫:০৬

লাইফ সাপোর্টে বুয়েট উপাচার্য খালেদা

লাইফ সাপোর্টে বুয়েট উপাচার্য খালেদা

ঢাকা : লাইফ সাপোর্টে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম।  তার অবস্থা সংকটাপন্ন। তিনি ব্যাংককের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

বুয়েট সূত্রে জানা গেছে, নন হসকিন্স লিম্ফোমাসহ বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।  রোববার ব্যাংকের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।  

জানা গেছে, এর আগে বাংলাদেশে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৩ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হয়।

বুয়েটের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শাহ আলম গণমাধ্যমকে জানান, আজ মঙ্গলবার সকাল থেকে অধ্যাপক খালেদা আকরামকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।  তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, বুয়েটের প্রথম নারী উপাচার্য হিসেবে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর বুয়েটের উপাচার্য পদে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরাম।

১৭মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে