নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের লাঞ্ছনার শিকার স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকেই বরখাস্ত করা হয়েছে। তিনি জেলার বন্দর পিয়ার সাত্তার লতিফ জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার বিকেলে স্কুল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগেই ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েে।
এর আগে ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তি করার অপবাদে গত শুক্রবার (১৩ মে) স্কুল মাঠে শত শত মানুষের সামনে ওই প্রবীণ শিক্ষককে কান ধরে উঠবস করতে বাধ্য করেন স্থানীয় এমপি সেলিম ওসমান। শুধু তাই নয়, জনতার উদ্দেশে হাতজোড় করে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়।
এদিকে ওই শিক্ষককে লাঞ্ছনা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সেলিম ওসমানের নিজে দাঁড়িয়ে থেকে ওই শিক্ষককে কান ধরে উঠবস করাচ্ছেন। আর এই দৃশ্য দেখে সামনের জনতা উল্লাস করছে। অনেকেই শিস দিচ্ছে। এর মধ্যে সমস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন