নিউজ ডেস্ক : পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মুনসুর (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল।
মঙ্গলবার ভোর রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাসস্ট্যান্ড এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মুনসর উপজেলার চন্ডিপুর গ্রামের হামিদ শেখের ছেলে। তাকে আহত অবস্থায় আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে একদল মাদক ব্যবসায়ী ইয়াবা ও গাঁজা পাচার করছিল। এ সময় টের পেয়ে পুলিশের টহল দল মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মুনসুর নামে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধারের কথা জানালেও তার পরিমাণ জানাতে পারেননি ওসি। একই সঙ্গে আহত কনস্টেবলের নামও বলতে পারেননি তিনি।
তবে, গুলিবিদ্ধ মুনসুরের নামে শ্যামনগর থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।
৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ