নিউজ ডেস্ক : মাছরাঙা টিভির উপস্থাপিকা নিপা অপহরণের শিকার হয়েছেন। রাজধানীর গুলশান থেকে তাকে অপহরণ করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি অপহৃত হন। চ্যানেলটির অপরাধবিষয়ক প্রতিবেদক মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে নিপাকে ফোনে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ বিষয়ে গুলশান থানায় জিডি করতে যান নিপা।
পরে সেখান থেকে ফেরার পথে অপহৃত হন তিনি।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম