বুধবার, ১৮ মে, ২০১৬, ১০:৫৫:১৮

নারীর চিৎকারে ধরা পড়লো ছিনতাইকারী

নারীর চিৎকারে ধরা পড়লো ছিনতাইকারী

নিউজ ডেস্ক : কেনাকাটা করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন মধ্য বয়সী এক নারী। এসময় তিনি চিৎকার করলে ধরা পড়ে সেই ছিনতাইকারী।

মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর- ১০ নম্বরের পুলিশবক্সের পাশেই এই ঘটনা ঘটে। নারীর চিৎকারে পুলিশের নায়েক জাহিদুল ধাওয়া করে শাহিন (৩৫) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ছিনতাইকৃত স্বর্ণের চেইনটিও তার কাছ থেকে উদ্ধার করা হয়।

এঘটনায় ছিনতাইয়ের শিকার হওয়া তাসলিমা  আক্তার নামের ওই নারী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি ছিনতাই মামলা করেছেন বলে জানিয়েছেন ওই থানার এসআই হালিম।

তাসলিমা আক্তার জানান, তিনি মিরপুর শাহ আলী মার্কেট থেকে কেনাকাটা করে বাসায় ফেরার পথে মিরপুর-১০ নাম্বার গোল চত্ত্বরে ছিনতাইয়ের শিকার হন। এসময় তার চিৎকারে শুনে পাশেই ডিউটিরত পুলিশের নায়েক জাহিদুলের হাতে ধরা পড়ে ছিনতাইকারী। ছিনতাই করা চেইনের পুরো অংশ উদ্ধার না করা গেলেও কিছু অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে