বুধবার, ১৮ মে, ২০১৬, ০২:৫১:১৪

আওয়ামী লীগ নেতার ‘যুদ্ধাপরাধ’ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

আওয়ামী লীগ নেতার ‘যুদ্ধাপরাধ’ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এক আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীসহ দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার পরবর্তী তারিখ আগামী ২১ জুন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বর্তমানে পলাতক রয়েছেন।
 
বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। পরে মামলার তারিখ নির্ধারণের আদেশ দেন।

এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল এবং প্রসিকিউটর সুলতানা রেজিয়া।

এর আগে পূর্ব নির্ধারীত দিন অনুসারে অভিযোগ আমলে নেয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে মামলার দুই আসামি পলাতক থাকায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের লিয়াকত আলী ও কিশোরগঞ্জের রজব আলীর বিরুদ্ধে হত্যা, লুটপাট ও আটক করে নির্যাতনের মোট দু’টি অভিযোগ রয়েছে। তবে তদন্ত শেষে লিয়াকত আলীর বিরুদ্ধে অভিযোগ সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন মামলার তদন্ত কর্মকর্তারা।

এ মামলায় অন্য আরেক আসামিকেও এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারের স্বার্থে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে