ঢাকা : দেশের শেয়ারবাজার ধসে পথে বসেছেন অনেকেই। অনেকে আবার ঘুরে দাঁড়ানোর আশায় হাল ধরে রেখেছেন।
তিনদিনের ধারাবাহিকতায় অবশ্য ঘুরে দাঁড়ানোর পথে শেয়ারবাজার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস ১৮ মে বুধবার দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসসি-সিএসই) লেনদেনের উত্থান অব্যাহত রয়েছে।
এদিন টাকার অংকে লেনদেনের সঙ্গে উভয় বাজারে বেড়েছে মূল্য সূচকের পরিমাণ। বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। এ নিয়ে টানা ৩ দিন এ ধারা অব্যাহত থাকায় ঘুরে দাঁড়ানোর পথেই দেশের শেয়ারবাজার।
বিশ্লেষণে দেখা যাচ্ছে, বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএস ৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৮ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৯ কোটি টাকা বেশি। ১৭ মে মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০২ কোটি টাকা।
ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৯৬টির, কমেছে ৮২টির। অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ৯৯২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৩৫ পয়েন্টে, সিএসপিআই সূচক ১২০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৪১ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২ কোটি ১৩ লাখ টাকা। সিএসইতে মোট ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬১টির, কমেছে ৫৬টির। অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম