বুধবার, ১৮ মে, ২০১৬, ০৯:১৬:৩৫

সন্ধান মেলেনি মাছরাঙা টিভির উপস্থাপিকা নিপার

 সন্ধান মেলেনি মাছরাঙা টিভির উপস্থাপিকা নিপার

ঢাকা : মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা নিপা আফরোজের সন্ধান মেলেনি এখনো।  নিপা নিখোঁজ থাকায় তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিপার বান্ধবীর স্বামী। নিপার মুঠোফোনও বন্ধ রয়েছে।

মঙ্গলবার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার রাত আড়াইটার দিকে রাজিয়া সুলতানা নামের নিপার এক বান্ধবীর স্বামী রাকিব উদ্দিন আহমেদ একটি সাধারণ ডায়েরি করেছেন।

সোমবার রাত ৯টা ১৮ মিনিটে নিপার সঙ্গে তার বান্ধবী রাজিয়ার মোবাইল ফোনে কথা হয়েছিল বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির।  তিনি বলেন, নিপা তার বান্ধবী রাজিয়াকে অভিযোগ করেছিলেন, তার দ্বিতীয় স্বামী রুহুল আমিন তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। কিছুক্ষণ পরই নিপার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  নিপার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন রাকিব উদ্দিন আহমেদ।

জানা গেছে, নিপা তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রুহুলকে কারাগারেও যেতে হয়।  পরে রুহুল জামিনে বের হয়ে নিপাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছেন বলে সোমবার সন্ধ্যার পর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

উল্লেখ্য, সোমবার রাত ৯টার দিকে গুলশান থানায় জিডি করে বাসায় ফেরার পথে গুলশান-১ নম্বরের শ্যুটিং ক্লাবের পাশ থেকে অপহৃত হন নিপা বলে অভিযোগ করেন মাররাঙা টেলিভিশনের অপরাধ বিষয়ক সাংবাদিক মাহমুদ সোহেল।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে