ঢাকা : রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে এক গরু ব্যবসায়ির মৃত্যুর পর সারাদেশে পুলিশ তৎপর হয়েছে। এবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির সন্দেহভাজন ১৯ সদস্যকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন হোতাসহ অজ্ঞানপার্টির ১৯ সদস্যকে আটক করে ডিবি।
তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
তবে এ ব্যাপারে মঙ্গলবার বেলা ১১টায় ডিএমপির মিন্টো রোডের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিসি মুনতাসিরুল ইসলাম।
৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ