বুধবার, ১৮ মে, ২০১৬, ০৯:৫৭:৪৭

রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য দারুণ সুখবর

রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য দারুণ সুখবর

ঢাকা : বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য দারুণ সুখবর, বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্যানেলভুক্ত প্রার্থীদের নিয়োগ দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রায় ২৮ হাজার  শিক্ষককে শূন্যপদে নিয়োগ দিতে আজ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি দেয়া হয়েছে।  

সূত্রে জানা গেছে, চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হচ্ছে।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

২০১২ সালের ৯ এপ্রিল পরীক্ষা হয়।  চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪২ হাজার ৬১১ জনকে নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হয়।  

এদের মধ্যে প্রায় ১৪ হাজার নিয়োগ দেয় সরকার। সবাইকে নিয়োগ দেয়ার ঘোষণা দিলেও ২০১৩ সালের জানুয়ারিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলে প্যানেল থেকে নিয়োগ দেয়া বন্ধ করে দেয় সরকার।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে