নিউজ ডেস্ক : ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে কানধরে উঠবসের পর বরখাস্ত হওয়া সেই প্রধান শিক্ষককে স্বপদে বহাল রেখে স্কুল পরিচালনা কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতকি মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে একথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সম্মেলন এবং শিক্ষার মানোন্নয়নে এই কর্মশালার আয়োজন করা হয়। সম্মেলনে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাসচির ফাহিমা খাতুন বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের অপমান বরদাস্ত করা হবে না। এটা জাতির জন্য অপমানজনক। শিক্ষামন্ত্রী সম্মেলনে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় নারায়ণগঞ্জের ডিসির নেতৃত্বাধীন তদন্ত কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদন পড়ে শোনান।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশনায় এক ব্যক্তি কান ধরে উঠ-বস করছেন। যে ব্যক্তিকে কান ধরে উঠ-বস করতে দেখা যাচ্ছে তিনি নারায়ণগঞ্জের কল্যান্দি এলাকার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।
সে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ইসলাম ধর্মকে অবমাননা করে শ্রেণীকক্ষে মন্তব্য করেছেন। কিন্তু শ্রেণীকক্ষের এই কথিত ইসলাম বিরুদ্ধে মন্তব্য কিভাবে এতটা জটিল আকার ধারণ করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে মঙ্গলবার আমি গিয়েছিলাম কল্যান্দি গ্রামে। গ্রামের সবার মাঝেই এখন বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম