বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ১২:২৯:৩৫

বাংলাদেশে নিয়ে ‘বাস্তব উদ্বেগ’ রয়েছে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নিয়ে ‘বাস্তব উদ্বেগ’ রয়েছে: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘বাস্তব উদ্বেগ’ রয়েছে বলে মন্তব্য করেছেন একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা।

‘আমরা দেখতে চাই বাংলাদেশের নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে,’ বুধবার এক ব্রিফিংয়ে বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি।

‘আমরা  এখনো দেখতে চাই যে বাংলাদেশে মানবাধিকার, বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা হচ্ছে, যেমনটা আমরা বিশ্বের অন্যান্য দেশেও দেখতে চাই,’ বলেন  কিরবি।

‘কাজেই এসব বিষয়ে এখনো আমাদের বাস্তব উদ্বেগ রয়েছে এবং তাতে পরিবর্তন আসেনি।’ -পিটিআই
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে