বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ১২:৩০:১৫

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৪র্থ হয়েছেন বাংলাদেশের এই অন্ধ হাফেজ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৪র্থ হয়েছেন বাংলাদেশের এই অন্ধ হাফেজ

নিউজ ডেস্ক : কয়েকদিন আগে ইরানের তেহরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ ছেড়ে যান অন্ধ হাফেজ তানভির।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ তানভির এর সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় অংশ নেন।

২০১২ সালের সে প্রতিযোগিতায় তৃতীয় হন তিনি। ৭৩ টি দেশ অংশ নেয় ওই প্রতিযোগিতায়। এবার  ইরানের রাজধানী তেহরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

এই প্রতিযোগিতার শিরোনাম ছিল ‘এক গ্রন্থ, এক উম্মাহ’। এখানে দৃষ্টিপ্রতিবন্ধী হিফজ ক্যাটাগরিতে ৪র্থ স্থান লাভ করেছেন তানভির।

ইরানের ‘আওকাফ ও জনকল্যাণ মন্ত্রণালয়’-এর আয়োজনে ৭৫ টি দেশের হাফেজগণ অংশ নেন এই প্রতিযোগিতায়।
১৯ মে ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে