বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০২:১৫:৪০

দেড় কেজি সোনার ডিম পাড়লেন বিমানযাত্রী!

দেড় কেজি সোনার ডিম পাড়লেন বিমানযাত্রী!

নিউজ ডেস্ক : সোনার ডিম পাড়া হাস, মুরগীর কথা রূপকথার গল্পে এতদিন শুনেছি। কিন্তু বাস্তবে সোনার ডিম পেড়েছে মানুষ, এমনটা কি কখনো শুনেছেন? ভাবছেন সে কি আবার হয় নাকি?

হ্যাঁ হয। এ যুগে অনেক কিছুই হয়। আর তাই তো মানুষও সোনার ডিম পেড়েছে। আর তার ওজন দেড় কেজি। এমনই ঘটনা ঘটেছে আজ ১৯ মে বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরে।

জানা গেছে, মালয়েশিয়া থেকে বৃহস্পতিবার ভোরে  BG 087 ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আবতরণ করেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি সম্রাট। বিমান থেকে নেমেই তিনি হ্যান্ডক্যারির ব্যাগটি নিয়ে রওনা হন ইমিগ্রেশনের দিকে। কিন্তু সেখানে তাকে আটকে দেন শুল্ক গোয়েন্দাদল।

এরপর অনেকক্ষণ ধরে চলল জিজ্ঞাসাবাদ। তবে ভদ্রলোক একেবারেই সাধু। কিচ্ছু নেই। কিন্তু গোয়েন্দা দলও নাছোড়বান্দা। শেষতক হাসপাতালে নেয়া হলো। এক্সরে করা হলো। ভদ্রলোক স্বীকার করলেন, তার পায়ুপথ দিয়ে ১৫টি বার ঢোকানো হয়েছে তলপেটে!

গোয়েন্দাদল অপারেশনের মাধ্যমে পেট কেটে সোনার বারগুলো বের করে আনতে চাইলেন। কিন্তু ভদ্রলোক নাছোড়, কান্নাকাটির ধুম ফেলে দিলেন। বললেন, ‘স্যার, আমারে অপারেশন কইরেন না। আমি অ্যামনেই বাইর কইরা দিতাছি!’

পরবর্তীতে এয়ারপোর্টের টয়লেটে কাস্টমস গোয়েন্দা ও  অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সামনে একে একে ১৫টি সোনার ‘ডিম’ পাড়লেন তিনি। ওজন দেড় কেজি! এরপর নিজ হাতে সেগুলো নিয়ে বেরিয়ে এলেন তিনি।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে