ঢাকা : বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যু্ক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। পৃথিবীর অন্য যেকোনো দেশের মতোই দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও বাকস্বাধীনতা দেখতে চাই।
বাংলাদেশ নিয়ে তাদের উদ্বেগ এখনো শেষ হয়নি বলে উল্লেখ করেন দেশটির শীর্ষ এই কর্মকর্তা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বাংলাদেশে গত কয়েক মাসে সংখ্যালঘূ ও মুক্তমনা ব্লগারদের ওপর হামলা হয়েছে। কিছুদিন আগে ৬৫ বছর বয়সী এক মুসলিমকে হত্যা করা হয়। এর দুই সপ্তাহ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমকে খুন করা হয়।
এছাড়া মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজও আইএসের হামলায় নিহত হন। এর তিন সপ্তাহ আগে এক হিন্দু দর্জিকে খুন করে সন্ত্রাসীরা।
এনডিটিভি জানায়, এসব হামলার দায় স্বীকার করেছে সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। সূত্র : এনডিটিভি
১৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম