বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৪:২৫:২০

এবার কান ধরলেন ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা

এবার কান ধরলেন ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা

ঢাবি : নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানধরে ওঠবস করানোর প্রতিবাদ ও সংসদ সদস্য সেলিম ওসমানের বিচারের দাবিতে এবার কান ধরে অবস্থান নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

১৯ মে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে কান ধরে ১০ মিনিট অবস্থান নেন তারা।  এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী।

অবস্থান কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসরীন ওয়াদুদ বলেন, এ ঘটনার প্রতিবাদে প্রতীকী অবস্থান নিলাম আমরা।  পুরো জাতির জন্য এ ঘটনা লজ্জার।  আমি এর দ্রুত বিচার দাবি করছি।

উল্লেখ্য, গত ১৩ মে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ এনে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দির পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এমপি সেলিম ওসমানের সামনে কান ধরে উঠবস করানো হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের কথা বলা হলেও স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে ও নির্দেশে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদের ঝড় ওঠে।  এ ঘটনায় মঙ্গলবার তদন্ত কমিটি করে শিক্ষা অধিদপ্তর।  সন্ধ্যায় ওই কমিটি পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয় পরিদর্শনও করে।  কথা বলে সংশ্লিষ্টদের সঙ্গে।  

শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর প্রতিবাদে সরব হয়ে উঠেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।  ‘সরি স্যার’, ‘উই আর সরি স্যার’, ‘কান ধরে হোক প্রতিবাদ’ লেখা হ্যাশট্যাগ দিয়ে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।

ব্যাপক প্রতিবাদের মুখে সাময়িক বরখাস্ত হওয়া শ্যামল কান্তি ভক্তকে ফের সেই স্কুলে পুর্নবহাল করতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ।
১৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে