শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৮:১৬:৩০

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ, হঠাৎ অসুস্থ

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ, হঠাৎ অসুস্থ

নিউজ ডেস্ক : রাজধানীতে এবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক পুলিশ সদস্য। তার নাম এএসআই বদিউজ্জামান (৩৫)। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এ ঘটনা ঘটে।

সহকর্মী পুলিশ নায়েক রানা জানান, বদিউজ্জামান তার আত্মীয়দের কল্যাণপুরে বাসে তুলে দিয়ে মিরপুর-১৪ নম্বরে অবস্থিত পুলিশলাইনে ফিরছিলেন। পুলিশলাইনের গেটে আসার পর হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তার পাকস্থলী পরিষ্কার করেছেন।

তিনি আরো জানান, বর্তমানে তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। ধারণা করা হচ্ছে বদিউজ্জামান অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে