নিউজ ডেস্ক : প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানকে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য নেয়া হয়। চিকিৎসা শেষে আবারো তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, শফিক রেহমানকে হুইল চেয়ারে করে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি ঠিকভাবে কথাও বলতে পারেন না। শফিক রেহমানকে হাসপাতালে ভর্তির দাবি থাকা সত্ত্বেও ভর্তি করা হয়নি। ডাক্তার দেখানোর পর তাকে আবার কারাগারে পাঠানো হয়।
এদিকে অবিলম্বে শফিক রেহমানকে হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম