নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা থেকে আরও খানিকটা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। ক্রমশ এটি স্থলভাগের কাছাকাছি আসছে। ঘূর্ণিঝড় কেন্দ্রস্থলের কাছের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সতর্কতা সংঙ্কেত দেখাতে বলা হয়েছে।
রোয়ানু মোকাবেলায় জেলার সব সরকারি-আধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জরুরি সভায় এ নির্দেশ দেয়া হয়।
ইতোমধ্যে জেলায় ২৩৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ২ লাখ ২৬ হাজার ৫৫৫ জন মানুষ নিরাপদে থাকতে পারবে। একই সাথে ৯টি উপজেলাসহ মংলা বন্দর, নৌবাহিনী, কোস্টগার্ড, জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ্য থেকে ১৬টি কন্টোল রুম খোলা হয়েছে। রেডক্রিসেন্টসহ সকল সেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম