বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৭:১৫

যেখানে ঈদ করবেন বিএনপি নেতারা

যেখানে ঈদ করবেন বিএনপি নেতারা

ঢাকা : কাল পবিত্র ঈদুল আজহা। এই ঈদে বিএনপির শীর্ষ নেতারা কে কিভাবে কাটাবেন? কিংবা কোথায় ঈদ করবেন তারা?

জানা গেছে, প্রায় সব নেতাই এবারের ঈদের দিনটি কাটাবেন নিজ-নিজ পরিবারে সঙ্গেই। এ জন্য কেউ-কেউ চলে যাবেন ঢাকার বাইরে নিজ-নিজ জেলায়।

এদিকে বিএনপির অধিকাংশ নেতাকর্মীর নামে প্রায় ৩৫ হাজারের বেশি মামলা থাকায় অনেকটা আত্মগোপনে থেকেই তারা ঈদ পালন করবেন। বেশির ভাগ নেতার নামেই গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় প্রকাশ্যে চলাফেরাসহ পরিবারের সঙ্গে ঈদ করতে পারছেন না তারা।

সূত্র জানায়, বিএনপি নেত্রীর অনুপস্থিতিতে দলটির বেশিরভাগ নেতাই এবার ঈদ করছেন ঢাকায়। যদিও প্রতিবছর নেতাদের একটি বড় অংশ তাদের নিজ নির্বাচনি এলাকায় ঈদ করতেন। কেউ-কেউ ঈদের দিন সকালে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গ্রামের উদ্দেশে রওনা দিতেন। তবে ঢাকায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান না থাকায় দলের সার্বিক কার্যক্রম দেখভালের স্বার্থে ঢাকায় ঈদ করবেন দলটির শীর্ষ নেতারা।

জানা গেছে, প্রায় একমাসেরও বেশি সময় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে সোমবার রাতে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঈদ করবেন।

দলীয় সূত্রমতে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আর এ গণি, মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সারোয়ারী রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদ করবেন। স্থায়ী কমিটির অন্য সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার নির্বাচনি এলাকা কেরানীগঞ্জে ঈদ করবেন। তবে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতা তরিকুল ইসলাম তার নিজ এলাকা যশোরে ঈদ করবেন। বরাবরই তিনি যশোরেই ঈদ করেন। তবে আ স ম হান্নান শাহ ঈদের পরদিন গ্রামের বাড়ি যাবেন বলে জানিয়েছেন।

দলের ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা, মীর মোহাম্মদ নাসির উদ্দিন তাদের নির্বাচনি এলাকা চট্টগ্রামে ঈদ করবেন।

দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, বেগম সেলিমা রহমান ঢাকায় ঈদ করবেন। আরেক ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী নিজ এলাকা পটুয়াখালী।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবিহউদ্দিন আমেদ, রিয়াজ রহমান, আহমদ আযম খান এবং এম এ কাইয়ুম ঢাকায় ঈদ করবেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর বরিশালে এবং শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায় ঈদ করবেন বলে জানিয়েছেন। ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এ মুহূর্তে চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সপরিবারে তিনি সেখানেই এবারের ঈদ উদযপন করবেন।

দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও মো. শাহজাহান নিজ এলাকা নোয়াখালীতে ঈদ করবেন বলে জানা গেছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬৮ কারাগারে আটক বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, সালাহ উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান। তাদের কারাগারে ঈদ-উদযাপন করতে হচ্ছে। তবে ঈদের দিন প্রত্যেকের পরিবার থেকে বিশেষ খাবার সংগ্রহ এবং স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন  জেলে থাকা এই নেতারা।

এছাড়া, সারাদেশের কারাগারে আটক রয়েছেন বিএনপির থানা, ওয়ার্ড এবং মাঠপর্যায়ের অসংখ্য নেতাকর্মী-সমর্থক। এছাড়া ভারতের শিলংয়ে ঈদ করবেন দলের আরেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তবে ঈদের সময় তার স্ত্রী হাসিনা আহমেদ, তার দুই মেয়েও  বাবার পাশেই থাকতে চান বলে পরিবার সূত্র জানায়।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে