নিউজ ডেস্ক : ‘ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তি’র অভিযোগে এনে ৭২ ঘন্টার মধ্যে শিক্ষক শ্যামল কান্তির বিচার করার আলটিমেটাম দিয়েছে তৌহিদী জনতা নামের একটি গোষ্ঠী। না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।
আজ শুক্রবার নারায়ণগঞ্জ শহরে সমাবেশ করে এই আলটিমেটাম ঘোষণা করে তৌহিদী জনতা।
গত ১৩ মে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে, গ্রামবাসীকে ক্ষেপিয়ে তুলে জনসম্মুখে ওই শিক্ষককে কান ধরে ওঠ-বস করান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান।
তবে শ্যামল কান্তির বিরুদ্ধে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের সত্যতা পায়নি সরকারের তদন্ত কমিটি। কমিটি বলেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ওই শিক্ষককে অবৈধভাবে সাময়িক বরখাস্ত করেছিল। এ জন্য তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল এবং ওই প্রধান শিক্ষককে নিজের পদে পুনর্বহাল করা হয়েছে।-চ্যানেল আই
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন