শনিবার, ২১ মে, ২০১৬, ০৫:৫১:১৪

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে জলে থৈথৈ রাজধানী

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে জলে থৈথৈ রাজধানী

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়ে আজ সারাদিনই রাজধানীজুড়ে টানা বর্ষণ ছিল। এই বর্ষণে পুরো রাজধানীতে পানি থৈথৈ। বিভিন্ন সড়ক ও অলি-গলিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

এদিকে জলাবদ্ধতা নিরসনে সকাল থেকে ডিএনসিসির ৫ অঞ্চলে একটি করে বিশেষজ্ঞ টিম মাঠ পর্যায়ে কাজ করছে। তবে ফলত তেমন কিছু এখনও করতে পারেনি। তবে তারা নগরবাসীর দুর্ভোগ লাঘবে চেষ্টার কোন ত্রুটি করছেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেখো গেছে, ভারী বর্ষণে রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, রামপুরা, মিরপুর, ফকিরাপুল, রাজারবাগ, আরামবাগ, পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড, জয়নাগ রোড, মগবাজার, শান্তিনগর, বাসাবো, যাত্রাবাড়ি, গেন্ডারিয়া, সুত্রাপুর, ধানমণ্ডি, রয়েরবাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে পানি থৈ থৈ করছে। এসব এলাকার অধিকাংশ সড়ক পানিতে ডুবে আছে। নিষ্কাশনের সব লাইন আগে থেকেই ময়লা আর আবর্জনায় ভরে থাকায় বৃষ্টিতে জমা পানি দ্রুত নামতে পারছে না।

রাজধানীর এমন জলবদ্ধতায় নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। অনেকেই সকালে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন। পানি জমে যাওয়ায় বাস, ট্রাক, রিকশা, ট্যাক্সিসহ গণপরিবহনের সংখ্যা ছিল কম। আবার অনেক রাস্তায় খানা খন্দকে রিকশা ভ্যান পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে।

এলাকার অনেক অলিগলির ড্রেন উপচে পড়ে রাস্তাঘাট, ঘর-বাড়িতে ময়লা পানিতে একাকার। ম্যানহোলের মুখ খোলা থাকায় গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন অনেকে। ফলে রাস্তায় জন-সাধারণের ভোগান্তি চোখে পড়ার মতো। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় হাঁকেন রিকশা ও যানবাহন চালকরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম জানিয়েছেন, সকাল থেকে আমাদের প্রতিটি জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রকৌশলীসহ পরিচ্ছন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। একাধিক টিম নগরের জলাবদ্ধ সম্পন্ন স্থানে রয়েছে। আশা করি খুব দ্রুত বৃষ্টির পানি নেমে যাবে।

এদিকে নগরীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় খানাখন্দে ভরে সড়ক সমতল দেখাচ্ছিল। ফলে গর্তে পড়ে যানবাহন ও পথচলা মানুষকে বিড়ম্বনার শিকার হতে হয়। জলমগ্ন সড়ক দিয়েই ঝুঁকিতে চলছে যানবাহন। অনেকেই আবার যানবাহন না পেয়ে হাটু পানি ডিঙ্গিয়ে বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটেই ছুটেছেন গন্তব্যে।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে