রবিবার, ২২ মে, ২০১৬, ০২:২৭:০৮

শবে বরাত, আতশবাজি-পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা

শবে বরাত, আতশবাজি-পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য, আতশবাজি ও পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিনেন্স (III/৭৬) ২৮ ধারায় অর্পিত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রবিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরও জানান, শবে বরাত উপলক্ষে রাজধানীতে পর্যাপ্ত গোয়েন্দা ও পুলিশ সদস্য নজরদারি করবেন। প্রতিটি এলাকায় পুলিশের বিশেষ টহল থাকবে। ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের চেকপোস্টও সক্রিয় থাকেব।

বিস্ফোরক দ্রব্য, আতশবাজি-পটকা ফোটানো এবং অন্যান্য ক্ষতিক্ষর দূষণীয় দ্রব্য বহন করাও নিষিদ্ধ বলে জানান মারুফ হোসেন সরদার।
 ২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে