মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১১:০৫

সার্কভুক্ত চার দেশের যান চলাচল সম্মেলন শুরু

সার্কভুক্ত চার দেশের যান চলাচল সম্মেলন শুরু

নিউজ ডেস্ক : বাংলাদেশ-ভারত-ভুটান-নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল নিয়ে যুগ্ম সচিব পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। প্রথম দিনের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বিবিআইএন’র ওয়ার্কিং গ্রুপের দুই দিনের এই সম্মেলনে চার দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এতে বাংলাদেশের ১৫ জন, ভারতের ১১ জন এবং ভুটান ও নেপালের ৬ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সড়ক ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সম্মেলনে বিবিআইএন’র মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট (এমভিএ) চুক্তির আলোকে চার দেশের মধ্যে যানবাহন চলাচলের রুটগুলোর অবকাঠামো উন্নয়ন ও প্রটোকলের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রমতে, প্রথম দফায় ৩০-৩১ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে বিবিআইএন রোড কানেক্টিভিটি চুক্তির বিষয়ে একমত হয় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল। সার্কভুক্ত এই চার দেশের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ থেকে ৪টি রুটে যান চলাচল করতে পারবে।

পরে গত ১৫ জুন ভুটানের রাজধানীর থিম্পুতে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের জন্য ‘বিবিআইএন মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট (এমভিএ)’ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক জানিয়েছেন, সম্মেলনে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ও প্রটোকল বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
০৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে