বুধবার, ২৫ মে, ২০১৬, ০২:০৯:০৯

‘ভাড়া কমাতে কলিজা কাঁপছে কেন ?’

‘ভাড়া কমাতে কলিজা কাঁপছে কেন ?’

নিউজ ডেস্ক : সরকার নির্ধারিত ভাড়ার হার গণপরিবহন মালিকরা মানছেন না বলে যে অভিযোগ উঠেছে তা স্বীকার করে নিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) গাফেলতির কারণে এমনটা হচ্ছে। সংস্থাটির কর্মীরা মাঠে তদারকি করছে না, তারা ঘরে বসে কাজ করে বলেও অভিযোগ করেন মন্ত্রী।

বুধবার দুপুরে রাজধানী সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টার পরিদর্শনে এসে সংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভাড়া নিয়ে বিদ্যমান নৈরাজ্য বিআরটিএর ভুলে, তারা ঘরে বসে চার্ট করে, চার্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেব, বাস মালিক সমিতির সঙ্গে বসে যেন ভাড়াবৈষম্য দূর করেন।

বাসমালিকদের উদ্দেশে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, একশ থেকে তিনশ কিলোমিটার পর্যন্ত সরকারের নির্দেশনা হচ্ছে তিন টাকা থেকে নয় টাকা কমানো। এটা কমাতে আপনাদের কলিজা কাঁপছে কেন?
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে