ঢাকা : প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সিইসিকে তারা বলেছেন, যে ধারায় বর্তমানে নির্বাচন চলছে তাতে অার উন্নত নির্বাচন হবে না। ক্ষমতাসীন সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনসহ কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। তাই সিইসিকে পদত্যাগ করা উচিত।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাতে বিএনপি নেতারা এ বিষয়টি তুলে ধরেন।
সিইসির সঙ্গে বৈঠক শেষে নোমান সাংবাদিকদের জানান, সকাল থেকে শুরু হওয়া দেশের ৯টি পৌরসভার নির্বাচনে সরকারি দলের ক্যাডাররা প্রশাসনের সহায়তায় জালভোট দিচ্ছে।
তিনি বলেন, বিএনপি প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি। আমরা এ বিষয়টি সিইসিকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন বলে আমাদের জানিয়েছেন।
বিএনপি নেতা বলেন, যেভাবে জালভোট হচ্ছে তাতে অার উন্নত নির্বাচন হবে না। সিইসিকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। আমরা বলেছি, আপনি পদত্যাগ করুন। জনগণের কাতারে আসুন।
২৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম