বুধবার, ২৫ মে, ২০১৬, ০৯:২২:২৩

এবার তুরস্ক থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব

এবার তুরস্ক থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব

নিউজ ডেস্ক : জামায়াত নেতা নিজামীর ফাঁসির প্রতিবাদে তুরস্ক তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দু'সপ্তাহ পর বাংলাদেশ আঙ্কারা থেকে রাষ্ট্রদূতকে তলব করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ (বুধবার) সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছেন, "পরামর্শের জন্য" রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর নিয়ে এই সংবাদ সম্মেলন হলেও, সাংবাদিকরা ঢাকা-আঙ্কারা সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক এখনো তাদের জানায়নি যে তারা তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।

মন্ত্রী মন্তব্য করেন, অন্য দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানো একটি "স্বাভাবিক প্রক্রিয়া।"

জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে তুরস্কের বর্তমান সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

এই ফাঁসির নিন্দা না করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান খোলাখুলি ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন।

দিল্লিতে তুরস্কের রাষ্ট্রদূত বুরাক আকচাপার গত সপ্তাহে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, মাওলানা নিজামীকে ফাঁসি দিয়ে বাংলাদেশ বড় ধরণের ভুল করেছে।

তবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী দাবি করেন, তুরস্কের সাথে সম্পর্কে কোনো টানাপোড়েন নেই। "সম্পর্ক স্বাভাবিক, অসুবিধা নেই।"

আঙ্কারা থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কথা মন্ত্রী জানালেও, রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী পরে টেলিফোনে বলেন, তিনি এখনো এ ধরণের কোনো তলব পাননি।
২৫ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে