ঢাকা : একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার। অবশ্য নটর ডেম কলেজে আজ বুধবার থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে এবারের একাদশ ভর্তি প্রক্রিয়ায় পাঁচটি বড় ধরনের পরিবর্তন আসছে। ভর্তিতে আসন সংকট থাকছে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশির মহাপরিচালক ফাহিমা খাতুন গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা অনলাইনে ১০টি কলেজ এবং এসএমএসের মাধ্যমে আরো ১০টি কলেজসহ মোট ২০টি কলেজে আবেদন করতে পারবে।
এ ছাড়া এবার ওয়েবসাইটে লগইন করতে হলে পাসের সাল, বোর্ড, রোল নাম্বারের সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারও লাগবে। অন্য কেউ যাতে রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে না পায় সে জন্য রেজাল্ট শিটে এ নাম্বার তুলে দেয়া হয়েছে।
এবার ভর্তি ফরম পূরণের আগেই টেলিটকের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
ফাহিমা খাতুন জানান, গত বছর অটো সিলেকশন দেয়ায় একজন শিক্ষার্থীর একটির বেশি কলেজে ভর্তির সুযোগ ছিল না। এতে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের জন্য কয়েকবার মেধাতালিকা তৈরি করতে হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্য কেউ যাতে আরেকজনের আবেদন করে দিতে না পারে সে জন্য বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আসনসংখ্যা দুই হাজার হলে ওই কলেজের আবেদনকারীদের নিয়ে দুটি তালিকা করা হবে।
জানা গেছে, প্রথমে মেধাক্রম অনুসারে আসন সংখ্যার ভিত্তিতে সিলেকশন করে বাকিদেরও মেধাক্রম অনুসারে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। সিলেকশনে থাকা কেউ যদি ভর্তি না হয় তাহলে অপেক্ষমাণ তালিকা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আবেদন ফরমে যে মোবাইল নাম্বার দিতে হবে তা হতে হবে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনপ্রাপ্ত। শিক্ষার্থীরা যেসব কলেজে আবেদন করবে এর প্রতিটিতেই তাদের নাম রাখা হবে।
মেধাক্রম অনুসারে চাহিদার বিপরীতে আসন সংখ্যায় শিক্ষার্থীদের সিলেকশন দেয়া হবে। বাকিদের অপেক্ষমাণ তালিকায় মেধাক্রম অনুসারে রাখা হবে। এতে একজন শিক্ষার্থী তার পছন্দের যেকোনো কলেজে সুযোগ পাওয়া সাপেক্ষে ভর্তি হতে পারবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, এবার আসনের কোনো সংকট হবে না। গত বছর যেসব সংকট হয়েছিল সেগুলো যাতে এবার না হয় এ জন্য নতুন কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীরা অনলাইনে যে ১০টি ও এসএমএসে যে ১০টি কলেজে আবেদন করবে সবগুলোতেই তাদের তালিকা তৈরি হবে। আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে।
বিস্তারিত তথ্যাবলী বোর্ডের ওয়েবসাইটে থাকবে। এ ছাড়া মেধাতালিকা প্রকাশের সময় একটি পিন নাম্বার দেয়া হবে, যা ভর্তির সময় শিক্ষার্থীদের বলতে হবে।
সূত্র জানায়, একাদশ শ্রেণিতে ভর্তিতে আগামী ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত আবেদন করা যাবে। মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন।
বিলম্ব ফি ছাড়া ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।
একাদশের ক্লাস শুরু হবে ১০ জুলাই। যারা পুনর্নিরীক্ষার আবেদন করেছে তাদেরও এ সময়সীমা মানতে হবে।
চলতি বছরে উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে ২০১৪ ও ২০১৫ সালের পাস করা শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ থাকছে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যেকোনো শাখায় ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে পারবে।
ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিকে ভর্তির সুযোগ পাবে। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, সারাদেশে উচ্চমাধ্যমিক কলেজের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। আসন সংখ্যা প্রায় ১৯ লাখ। সরকারি কলেজের সংখ্যা ৩২০টি।
এর মধ্যে উচ্চমাধ্যমিক রয়েছে ৩০০টি কলেজে। এসব কলেজে একাদশ শ্রেণির আসন সংখ্যা প্রায় আড়াই লাখ।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন শিক্ষার্থী।
২৫মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম